Friday, May 23, 2025
Homeশিশুতোষ ছড়ানামটি আমার লিখে রেখো

নামটি আমার লিখে রেখো

লিখেছেন- নাসিরুদ্দীন তুসী

নাম লিখেছি শলা দিয়ে

মাটির আঙিনায়,

বৃষ্টি এসে এক নিমেষে…

ধুয়ে নিয়ে যায়।

 

কোথায় লিখি নামটি আমার

কোথায় লিখি নাম?

আপন মনে ক্ষণে ক্ষণে

কেবলই ভাবলাম।

 

নাম লিখেছি গাছের পাতায়

ছাল ও বাকল জুড়ে,

ঝরাপাতার সাথে আমার

লিখা গেল উড়ে।

 

কোথায় লিখি নামটি আমার

কোথায় রাখি লিখে?

নামের সুনাম সুরভিত

করুক পৃথিবীকে!

 

বালুর তটে লিখেছি নাম

নীল সাগরের ঢেউ…

হঠাৎ মুছে জলের আঁচল

বুলিয়ে দিলো কেউ।

 

কোথায় লিখি নামটি আমার

কোথায় লিখে রাখি,

সে যে আমার অনেক প্রিয়

জুড়ায় পরাণ, আঁখি।

 

পাথর কেটে লিখে রাখি…

সোনা -রুপার পাতে,

দিনে লেখা সে নাম জানি

মুছে যাবে রাতে।

 

মানুষ যদি ভালোবেসে

না রাখে নাম মনে,

কী হবে আর লিখে রাখার

মিথ্যে আয়োজনে!

 

ভালোবাসার আখর দিয়ে

তোমার মনের খাতায়,

নামটি আমার লিখে রেখো

লিখবো না গাছ-পাতায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয়

Recent Comments

মোকাদ্দেস-এ-রাব্বী on আমার শুধু ঘুমিয়ে পড়া বাকি
মোকাদ্দেস-এ-রাব্বী on আকাশের কল্পনা
Sazzad Mohammad on বুবলি 
মোকাদ্দেস-এ-রাব্বী on বুবলি