আবু হেনা মোস্তফা কামাল
মনের দুঃখ মনের ভেতরেই মানানসই।
তাকে বাইরে আনতে নেই
কারো কাছে বলতে নেই
বললেই দুঃখগুলো আরও বাড়ে।
বাড়তে বাড়তে গলির মাথার দর্জির টেবিলে –
জমানো কাপড়ের স্তুপের মতো হয়ে যায়।
এই জীবনে কারোর কাছেই আপনজন হতে পারলাম না।
না পারলাম প্রিয় মানুষ হতে
কিংবা বিশ্বস্ত বিষের বোতল হতে।
তবে সান্ত্বনা নামক যে শব্দটি সবাই নির্ভেজাল
আদরে মাথায় বুলিয়ে দেয় – সেটাই বা কম কিসে?
আমার কাছে আপনাদের দেয়া সান্ত্বনাগুলোই –
আমার প্রেম, বেঁচে থাকার শক্তি, আমার সাহস।
আপনারা কী ভাবেন?
আমি খুব ভীতু, ঠুনকো কাঁচের শো-পিছ
কিংবা ইনফেকটেড চুলের গোঁড়া?
মোটেও না।
আমার আছে শক্তিশালী বিশ্বস্ত একটি মন।
যা গলে না, ভয়ে কুঁচকে যায় না
কিংবা মিষ্টি কথায় ভোলে না।
ভেতরের প্রভুভক্ত কুকুরটাকে সেই শৈশবেই –
মোয়ার মধ্যে সুঁই ঢুকিয়ে হত্যা করেছি
যেদিন দেখেছি তাকে পাশের বাড়ির চাচার পা চাটতে।
মানুষ হয়ে থাকবো বলে মনুষ্যত্বকে মোরগ ফুলের পুজো
দিতাম রোজ দুপুরে – খা খা রোদে পুড়ে।
অথচ দেখেন কারোর কাছেই আপনজন হতে পারলাম না।
না পারলাম প্রিয় মানুষ হতে
কিংবা বিশ্বস্ত বিষের বোতল।
তবুও সান্ত্বনা নামক যে প্রেম আপনারা দিয়েছেন
সেটাইবা কম কিসে।
সান্ত্বনাই আমার প্রেম, বেঁচে থাকার শক্তি ও সাহস।