সোমের কৌমুদী
নিজেকে জানতে হয়, জানতেই হবে
প্রেমে-মায়ায়, নূরে-নিশায়, আদরে-অনাদরে
নাহার বাহারে, ‘নূর-উন-নাহার’-এ নিজেকে
জানতেই হবে।
নিজেকে জানলে পৃথিবীকে জানার কষ্ট পেতে হয় না
পৃথিবী তখন তোমাকে জানবে— অন্তত তোমার বসুন্ধরা
তোমার হাসিতেই আলোকিত ধরা।
নিজেকে জানাতে নিজেকে জানতেই হয়
না হলে “বিশিষ্ট” শব্দের মতো দুঃখ বুকে নিয়ে
বেঁচে থাকতে হয়।