লিখেছেন- আহমাদ স্বাধীন
দিন কেটে যায় নানান কাজে সন্ধ্যে নামার পর
মহাশূন্যের থেকেও বেশি শূন্য লাগে ঘর।
অনেক রকম আত্মীয়-জন যদিও রয় ঘরে
তবু আমার বুকটা কেবল ধপাস ধপাস করে।
খুঁজতে থাকি এদিক সেদিক কোথায় আমার সুখ
এক পৃথিবী মায়ায় ভরা আমার মায়ের মুখ!
পাই না খুঁজে মাকে কোথাও পাই না খুঁজে মাকে
নেই জানা মা, আমায় ছেড়ে কোন মুলুকে থাকে।
রাতের আঁধার জমাট বেঁধে কালো যে হয় আরো
ঘুমিয়ে পড়ে শহরতলি গ্রাম ও নদীর ধারও
ঘুম নগরীর নিশাচর ঐ চাঁদের সাথে রোজ
রাত্রি জেগে হাজার খুঁজেও পাই না মায়ের খোঁজ।
ঘুমায় সবুজ গাছের পাতা
ঝিঁঝি পোকা, ব্যাঙের ছাতা
প্রজাপতি -ফড়িং, পাখি ঘুমেই মাখামাখি
মা নেই তাই আমার শুধু ঘুমিয়ে পড়া বাকি।
“রাতের আঁধার জমাট বেঁধে কালো যে হয় আরো
ঘুমিয়ে পড়ে শহরতলি গ্রাম ও নদীর ধারও
ঘুম নগরীর নিশাচর ঐ চাঁদের সাথে রোজ
রাত্রি জেগে হাজার খুঁজেও পাই না মায়ের খোঁজ।”
অসাধারণ ❤️