শিবম বন্দ্যোপাধ্যায়
আমাদের কাজ খালি মুক্তির পথে হাঁটা।
তবে হঠাৎ হোঁচট খাও যখন
কিংবা পড়ে যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে,
বলো, কেন-ই বা হও রুদ্ধ?
খোলা জানালা দিয়ে ভেসে আসে চিৎকার,
পুড়ে যাওয়া দুঃখের কালে
বিপ্লবের কাপড় মুড়ে শুয়ে আছে বিদ্রোহ,
বলো, আগুন কোথায়? কে-ই বা খুঁজেছে আগুন?
অথচ আগুনেরই খোঁজে শিখেছি কঠিনে দাঁড়ানো,
শিখেছি পথ হাঁটা আগুনে আগুনে